মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে আসে। আলুকদিয়া গ্রামের রোমেলা মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিকে নদীতে ভাসমান অবস্থায় ষাটোর্ধ্ব এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির গায়ের রং শ্যামলা, তার পরনে পাঞ্জাবি ছিলো।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান বলেন, ধারণা করা হচ্ছে বৃদ্ধ লোকটি কয়েকদিন আগে মারা গেছেন। মরদেহটির ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।