নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
নেত্রকোনার কলমাকান্দা ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে সদ্য রোপনকৃত বোরো ধানসহ মৌসুমি সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত একটানা আবার কোথাও থেমে থেমে এ শিলাবৃষ্টি হয়।
এছাড়া শিলাবৃষ্টি চলাকালীন ওইসব এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলা সদর, নাজিরপুর, রহিমপুর, পাচগাঁও, গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকায় বুধবার সন্ধ্যা থেকে শিলাবৃষ্টি শুরু হয়ে রাত দশটা পর্যন্ত একটানা চলে। এতে ওইসব এলাকার বোরো ধানের চারাসহ মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলার পাচগাঁও গ্রামের বাসিন্দা মাহালার মারটিন ও উপজেলা সদরের বাসিন্দা মাদরাসা শিক্ষক কামরুর ইসলামের সাথে কথা হলে তারা জানান, মূলত সন্ধ্যা থেকে এ শিলাবৃষ্টি শুরু এবং তা একটানা চলে প্রায় রাত দশটা পর্যন্ত হয়। বৃষ্টিতে বোরো ধান ক্ষেতসহ মৌসুমি সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া বৃষ্টি চলাকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন বলেও জানান তারা।
এদিকে জেলার মোহনগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকাতেও একই সময় শিলাবৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে মৌসুমি বিভিন্ন সবজিসহ বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।