‘গ্রাহককে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

২৩তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন শফিউল আলম খান শফিক/ছবি: বার্তা২৪.কম

২৩তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন শফিউল আলম খান শফিক/ছবি: বার্তা২৪.কম

উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করতে হলে সবাইকে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। মুজিববর্ষ উপলক্ষে বর্তমান সরকার প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ বোর্ডের সভাপতি শফিউল আলম খান শফিক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ২৩তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

জেলার রাজেন্দ্রপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সমিতির বোর্ড সভাপতি শফিউল আলম খান শফিকের সভাপতিত্বে ও জুনিয়ার ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও বিলিং সহকারী শিল্পী রাণী সরকারের পরিচালনায় সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন, বোর্ড সহসভাপতি মুহাম্মদ মাহবুব আলম, সচিব আশরাফ উদ্দিন খান, কোষাধ্যক্ষ শরীফ আল মারুফ, এলাকা পরিচালক মো. মুজিবুর রহমান ভূঁইয়া, এলাকা পরিচালক জুয়েল মিয়া, এলাকা পরিচালক মোঃ আবুল কাশেম বাচ্চু, মহিলা পরিচালক নিনা নাসরিন, মোছা. সফুরা আক্তার, নূরজাহান আক্তার খানম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (চঃ দঃ) মো. জাকির হোসেন ও উপপরিচালক ভবেশ চন্দ্র রায় প্রমুখ।