গাইবান্ধা-৩: আ.লীগ প্রার্থী স্মৃতির সমর্থনে কর্মী সমাবেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি/ছবি: বার্তা২৪.কম

কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি/ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার।

কর্মী সভায় এ আসনের দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ আব্দুল্লাহ্ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, সাদুল্লাপুর সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজহারুল ইসলাম, জিল্লুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, আগামী ২১ মার্চ গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে উম্মে কুলসুম স্মৃতিকে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। ভোটের দিন তারা যেন কেন্দ্রে আসেন সেটা নিশ্চিত করতে হবে। কেননা ভোটাররা কেন্দ্রে আসলে নৌকার বিজয় সুনিশ্চিত।