নতুনদের দায়িত্ব প্রাক্তনদের নিতে হবে: নওফেল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন নওফেল, ছবি: বার্তা২৪.কম

বক্তব্য রাখছেন নওফেল, ছবি: বার্তা২৪.কম

শিক্ষা বিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা শুধুমাত্র ফটোফ্রেম বন্দি রাখার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদেরকে নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে যথাসাধ্য চেষ্টা করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন শিক্ষার্থীদেরকে নতুন শিক্ষার্থীদের দায়িত্ব নিতে বলেছেন। বিশেষ করে দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রাক্তনরা তহবিল গঠন করলে তাদের হাত ধরেই উঠে আসবে আগামীর ভবিষ্যৎ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সোনারগাঁও কলেজের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জে ও নারায়ণগঞ্জের বাইরে এমন কিছু মানুষ উপহার দিয়েছে যা অনস্বীকার্য। আমাদের বুঝতে হবে যে সকল শিক্ষার্থীদের আর্থিক অবস্থা এক নয়। তাদের কারও ভেতর রয়েছে অপার সম্ভাবনার উৎস। কিন্তু বিভিন্ন কারণে তারা তাদের নিজস্ব প্রতিভা মেলে ধরতে পারছেন না। আপনাদের দায়িত্ব তাদেরকে মেলে ধরতে সহায়তা করা। আপনাদের হাত ধরেই আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও বাংলাদেশের সুনাগরিক গড়ে উঠতে সক্ষম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের ছাত্রদের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার দিকে গুরুত্ব দেয়া প্রয়োজন। দীর্ঘদিন সনদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেয়ায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের একের পর এক সনদধারী মানুষ তৈরি হয়েছে। পাশাপাশি তাদের ভেতর বিলুপ্ত হয়েছে সততা। শুধুমাত্র সার্টিফিকেটের শিক্ষা গ্রহণ করলে হবে না। প্রজ্ঞাবান মানুষ হতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও চিত্রনায়ক রিয়াজের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ কায়সার হাসনাত, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু প্রমুখ।