মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মজমপুর এলাকায় ছেলের পিটুনিতে আহমদ আলী প্রামাণিক (৬০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের ছেলে মুহাম্মদ আলী মোহন প্রামাণিক।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আহমদ আলী প্রামাণিক গোপিনাথপুর ইউনিয়নের মজমপুর এলাকার মৃত মুনছেরের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, সকালে পারিবারিক বিষয়াদি নিয়ে বাবা-ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে ছেলে তার বাবাকে পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহমদ আলী প্রামাণিককে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় খুনের দায়ে ছেলেকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।