কুষ্টিয়ায় মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বাণিজ্য মেলার উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি শারমিন আক্তার। ছবি: বার্তা২৪.কম

বাণিজ্য মেলার উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি শারমিন আক্তার। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে কুষ্টিয়া হাইস্কুল মাঠে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি শারমিন আক্তার।

বিজ্ঞাপন

এ সময় তিনি জানান, মেলা থেকে প্রাপ্ত অর্থ পুলিশের নারী সদস্যদের চিকিৎসা, লেখাপড়াসহ অন্যান্য খাতে ব্যয় করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গোলাম সবুর, আজাদ রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভাপতি কানিজ ফাতেমা নিলাসহ অন্যরা।

বিজ্ঞাপন

ম্যাসব্যাপী এ বাণিজ্য মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

এখানে বিভিন্ন দেশি-বিদেশি পণ্যের শতাধিক স্টলের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য হরেক রকম রাইডসহ রয়েছে খাদ্য পণ্যের স্টল।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘পুনাকের আয়োজনে এ মেলার অয়োজন করা হয়েছে। নাগরিকরা যাতে সুস্থ বিনোদনের পাশাপাশি মেলায় এসে কেনাকাটাসহ সময় কাটাতে পারে সেজন্য নানা আয়োজন থাকছে।’