অবৈধ নসিমন-করিমন তৈরির কারখানায় পুলিশের অভিযান
কুষ্টিয়ায় অবৈধ নসিমন-করিমন তৈরি বন্ধে বিভিন্ন কারখানায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার (১ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেলার অর্ধশতাধিক নসিমন-করিমন কারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এর মধ্যে সদর উপজেলার ভাদালিয়া এলাকায় সব থেকে বড় কারখানা আব্দুর রশিদের কারখানাসহ অন্তত অর্ধশতাধিক কারখানায় এই অভিযান চালানো হয়। শুধু কারখানা নয় যন্ত্রাংশ তৈরিসহ যেসব ওয়ার্কশপে নষ্ট নসিমন-করিমন মেরামত করা হয় সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মেনে জেলার সকল ধরনের অবৈধ যানের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কারখানায় এখন থেকে আর অবৈধ যান তৈরি করা চলবে না। এসব যান সড়কে না চললে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
পুলিশ ও নসিমন করিমন মালিকদের হিসেব মতে জেলায় অর্ধশতাধিকেরও বেশি অবৈধ নসিমন-করিমন তৈরির কারখানা আছে। গত কয়েক যুগ ধরে এসব কারখানায় অবৈধ ফিনটেসবিহীন যানবাহন (নসিমন, করিমন, আলগামন, আলমসাধু) তৈরি করে আসছিলো মালিকরা।