নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলের কারাদণ্ড
ভোলার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১১ জেলেকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সোহাগ, শাকিব, মাইনুদ্দিন, কবির, মনির, পারভেজ, ফারুক, নুরুন্নবী, সজিব, রাসেল ও মাসুম। এদের সকলের বাড়ি দৌলতখান উপজেলার ভবানিপুর ইউনিয়নে।
এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার মিটার কারেন্ট জাল, ৬০ কেজি ইলিশ মাছ ও ২টি নৌকা জব্দ করা হয়েছে।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় ভোলার খাল পয়েন্ট থেকে ১১ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৪ হাজার মিটার জাল, নৌকা ও মাছ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত জেল-জরিমানা করেন। জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।