লালমনিরহাটে আর্মি এভিয়েশন স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের প্রশিক্ষণের জন্য লালমনিরহাট বিমানবন্দরে চালু করা হলো আর্মি এভিয়েশন স্কুল। এতে ১৪টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করবেন আর্মি এভিয়েশন গ্রুপের সৈনিকরা।
সোমবার (২ মার্চ) দুপুরে লালমনিরহাট বিমানবন্দরে আর্মি এভিয়েশন স্কুলের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত লালমনিরহাটের ডেইরি ফার্মে মিল্কিং পার্লারের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান। এ ফার্মে ২ হাজার ২০০টি গরুর মধ্যে ৬০০টি দুগ্ধজাত গাভী। এসব গাভী থেকে দৈনিক সাড়ে ৬হাজার লিটার দুধ উৎপাদনে সক্ষম হবে। মিল্কিং পার্লারের মধ্য দিয়ে লালমনিরহাট মিলিটারি ফার্মটি দেশে অর্থনীতি অবদান রাখবে বলে সেনাবাহিনী সদস্যরা জানান।
সেনাপ্রধানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর কোয়াটার মাস্টার লে. জেনারেল সামছুল হক, এভিয়েশন গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।