পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আটক ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

পঞ্চগড় সদর উপজেলায় সংঘর্ষের ঘটনাটি ঘটে/ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড় সদর উপজেলায় সংঘর্ষের ঘটনাটি ঘটে/ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড় সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন-সফির উদ্দিনের ছেলে নুর মোস্তফা (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও ছেলে ফরিদুল ইসলাম (১৮)।

বিজ্ঞাপন

পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে সদর উপজেলার চাকলাতর হাট ইউনিয়নের শিংরোড দেওয়ানীপাড়ায় একটি জমির মালিকানা নিয়ে রাফিয়ালের সঙ্গে তার চাচা নুর মোস্তফার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রবিয়ালসহ সাতজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে রবিয়ালকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সকালে তিনজনকে আটক করা হয়। পরে দুপুরের দিকে আরও দুইজনকে আটক করা হয়। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।