কুষ্টিয়ায় বাড়ছে ভুট্টা চাষ
অনুকূল আবহাওয়ার কারণে এ বছর কুষ্টিয়া জেলায় ভুট্টার ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। একইসঙ্গে ভালো দাম পাওয়ারও আশা করছেন কৃষকরা।
কৃষকরা জানিয়েছেন, এ বছর ভুট্টার আবাদ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এছাড়াও অন্যান্য ফসলের তুলনায় কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন তারা।
ভুট্টার জমিতে কম সেচের প্রয়োজন হয়। ফলে অন্য ফসল আবাদের চেয়ে ভুট্টার আবাদ বেশি লাভজনক। এছাড়াও ভুট্টা বাজারে বিক্রি করার পর এর গাছ ও মোচা বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভুট্টা খাদ্য হিসেবে ছাড়াও পাশাপাশি নানা কাজে ব্যবহার করা হচ্ছে। লাভজনক হওয়ার পাশাপাশি পরিশ্রমও তুলনামূলকভাবে কম।
উপজেলার আইলচারা গ্রামের ভুট্টা চাষি আসলাম উদ্দিন জানান, এ বছর তিনি দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ধান আবাদের চেয়ে ভুট্টার আবাদ কিছুটা লাভজনক হওয়ায় এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন তিনি।
বটতৈল এলাকার কৃষক আব্দুর রহমান জানান, ভুট্টার চাষে বিঘা প্রতি প্রায় ৩৫ মণ পর্যন্ত উৎপাদন সম্ভব। আমার এক বিঘা জমিতে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। আর কিছুদিন পরে ফসল ঘরে তুলবো। প্রায় ৩০ মণ ফলন হতে পারে।
জিয়ারখী এলাকার চাষি রবিউল ইসলাম জানান, এবার আমি প্রায় তিন বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। ভুট্টা চাষে পরিশ্রমও তুলনামূলকভাবে কম থাকায় বেশ লাভজনক হয়ে থাকে।
কুষ্টিয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিষ্ণু পদ সাহা বলেন, চাষিরা ইতিমধ্যে ভুট্টা তুলতে শুরু করেছেন। চলতি মৌসুমে ভুট্টার উৎপাদন বেশ ভালো হয়েছে। চলতি বছর কুষ্টিয়া সদর উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৫০ হেক্টর। তবে চাষ হয়েছে দুই হাজার ৭৫০ হেক্টর জমিতে।
শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।