কুড়িগ্রামে শিবিরের ছয় নেতা-কর্মী আটক
কুড়িগ্রাম পৌর এলাকায় বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সাংগঠনিক বইসহ ছাত্র শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সকালে কুড়িগ্রাম সদর থানা পুলিশ তাদের আটক করে। কুড়িগ্রাম পুলিশ সুপার মো.মহিবুল ইসলাম খান আজ (৪ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলো মো. ওমর ফারুক (২১), আতিকুর রহমান (১৮), আতাউর রহমান (১৯), মোতালিব মিয়া (১৬), নুর মোহাম্মদ (২০) ও মামুনুর রশিদ (২০)। এদের মধ্যে মো. ওমর ফারুকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি থানায়। অন্যরা কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনায় বিভিন্ন ছাত্রাবাসে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা জড়ো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু নেতা-কর্মী পালিয়ে গেলেও ছয়জনকে আটক করে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সাংগঠনিক বই ও নথিপত্র জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত নথিপত্র যাচাই করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।