মুজিব বর্ষে গাজীপুর জেলা পরিষদের বিভিন্ন প্রতিযোগিতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান। সকালে জেলা পরিষদের প্রশিক্ষণ কক্ষে এসব প্রতিযোগিতার উদ্বোধনের পর তা বিকেল পর্যন্ত চলে।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর মতো মহান নেতা পৃথিবীতে বিরল। তিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। মহান নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফ হোসেন প্রমুখ।