গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৪ অবৈধ ইটভাটা
গাজীপুরের কালিয়াকৈরে চারটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার দরবাড়ীয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান এতে নেতৃত্ব দেন। এসময় পরিবেশ অধিদফতরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে। এসময় কালিয়াকৈর উপজেলার দরবাড়ীয়া এলাকায় অবস্থিত সেভেন স্টার ব্রিকস, রায়মা ব্রিকস, ন্যাশনাল ব্রিকস ও স্ট্রং ব্রিকস নামের ইটভাটাগুলো ভেঙে দেওয়া হয়। এছাড়া ওইসব ইটভাটার কয়েক লাখ কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইটভাটাগুলোর মধ্যে ন্যাশনাল ব্রিকসকে ২ লাখ টাকা, রায়মা ব্রিকসকে ২ লাখ ও স্ট্রং ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আদালতের নির্দেশে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।