বিচার ব্যবস্থা নিয়ে কথা বলার অধিকার বিএনপির নাই: তথ্যমন্ত্রী
বিচার ব্যবস্থা নিয়ে কোনো ধরনের মন্তব্য করার অধিকার বিএনপির নাই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘বিএনপির আমলে কোনো আদালত স্বাধীন ছিল না। ল’ডিগ্রি ছাড়া হাইকোর্টের বিচারক নিয়োগ দিয়ে তারা রাতের আধারে কোর্ট বসাত। সে কথা এখনো মানুষের মনে আছে।’
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। তার প্রমাণ পিরোজপুর। সেখানকার আওয়ামী লীগের সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী অপরাধের দায়ে কারাগারে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিচারক বদলির বিষয়ে এরইমধ্যে আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়েছে।’