বিজয়নগরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। আহতরা হলেন- বিজয় (১৯), শাহিন (৩০), জিসান (২৪) ও আবীর (১৯)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যাত্রীবাহী বাসটি সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি যাচ্ছিলো সিলেটে মাজারের দিকে। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসটির সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়। আহত হন চারজন। হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও কোনো যাত্রীর তেমন আহত হননি।