টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এলিট পেইন্টের কর্মকর্তা নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রাকিবুল ইসলামের মরদেহ/ছবি: বার্তা২৪.কম

রাকিবুল ইসলামের মরদেহ/ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাকিবুল ইসলাম (২৫) নামে এলিট পেইন্টের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাকিবুল চট্টগ্রামের হালি শহর এলাকার আব্দুল ওয়াদুদ পাটোয়ারীর ছেলে। তিনি চট্টগ্রাম অঞ্চলে এলিট পেইন্টের অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এলিট পেইন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাসান মো. ইমতিয়াজ বার্তা২৪.কমকে বলেন, শনিবার (৭ মার্চ) গাজীপুরের চন্দ্রার শিল্পকুঞ্জ রিসোর্টে আমাদের কোম্পানির পিকনিক ও সেলস কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দিতে চট্টগ্রামের কদমতলী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে এলিট পেইন্টের ২২ জন কর্মী ঢাকায় যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

ট্রেনটি কিছুক্ষণের জন্য টঙ্গী স্টেশনে থামে। এসময় দরজার কাছে দাঁড়িয়ে অসুস্থ মায়ের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন রাকিবুল। পরে ট্রেন ছেড়ে দেয়ার মুর্হূতে এক ছিনতাইকারী তার মোবাইল কেড়ে নেয়। এ সময় লাফ দিয়ে ট্রেন থেকে নেমে যান রাকিবুল।

তখন চলন্ত ট্রেন থেকে রাকিবুলকে সাহায্য করতে অন্য সহকর্মীরা নামতে পারেনি। এরপর বিমানবন্দর স্টেশনে ট্রেন থামার পর তারা টঙ্গী স্টেশনে ফিরে রাকিবুলের মৃত্যুর সংবাদ পান।

টঙ্গী স্টেশনের স্টাফ আব্দুল কাদের বার্তা২৪.কমকে বলেন, টঙ্গী রেল গেইট এলাকার রেলওয়ে স্কুলের পাশ থেকে রাত পৌনে ১০টার দিকে এক যুবকের মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বুকের নিচে ছুরি ক্ষত রয়েছে। নিহতের পকেটে বিনোদন ক্যাবল নেটওয়ার্কের একটি প্রাপ্তি রশিদ পাওয়া গেছে।

এদিকে, রাকিবুলের মৃত্যুর খবর পেয়ে কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।