‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে’
-
-
|
![অনুষ্ঠানে কৃষিমন্ত্রী](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2020/Mar/07/1583589838403.jpg)
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের বিরোধীতা সেই ষড়ষন্ত্রেরই একটি অংশ।
তিনি বলেন, ভারত বাংলাদেশের চিরবন্ধু। মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে। অস্ত্র দিয়েছে, সেই অস্ত্র নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ১৩০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেবেন।
শনিবার (৭ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এটা আমাদের গৌরবের দিন। তাই মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী আসবেন আমাদের মাটিতে। কোনো সাম্প্রদায়িক শক্তি নাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক কারণে কারাদণ্ড হয়নি। তিনি কবে কারাগার থেকে বের হবেন, তা আদালতের সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নেই। তারা যতই আন্দোলনের হুমকি দিক, আন্দোলন করার মতো শক্তি এখন আর বিএনপির নেই। তাদের পায়ের নিচে মাটি নেই।
পরে কৃষি মন্ত্রী প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করেন।