নাগেশ্বরীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুজিব বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই দেওয়া হয়।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করেন ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়।
এ প্রসঙ্গে রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ত্রিমাত্রিক-৩০ বিসিএস এর এমন উদ্যোগ শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে জানতে পারবে। পাশাপাশি বই পড়তে আগ্রহ বাড়াবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা জানাতে আমাদের এ উদ্যোগ। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ আয়োজন করব।