ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে প্রার্থনা
ছেঁউড়িয়া থেকে: করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন বাউল সম্রাট ফকির লালন শাহের অনুসারীরা।
রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি মাজার থেকে মাইকে এ প্রার্থনা করা হয়। প্রার্থনা করেন মাজারের খাদেম মোহাম্মদ আলী। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কুষ্টিয়া শহরের কোল ঘেঁষে কুমারখালী উপজেলা দিয়ে বয়ে গেছে কালীগঙ্গা নদী। এ নদীর তীরেই ছেঁউড়িয়ার লালন সমাধি।
লালন গবেষকদের মতে, বাউল সাধক ফকির লালন শাহ’র জীবদ্দশায় দোলপূর্ণিমা উপলক্ষে পালন করা হতো দোল উৎসব। আর দোলপূর্ণিমাকে ঘিরেই বসতো সাধু সংঘ। এর ধারাবাহিকতায় লালন একাডেমিও প্রতিবছর এ উৎসবটিকে লালন স্মরণোৎসব হিসেবে পালন করে আসছে। তবে লালন অনুসারীরা দিনটিকে ‘দোলপূর্ণিমা’ উৎসব হিসেবেই পালন করে থাকেন।