পটুয়াখালীতে ৫ শয্যা নিয়ে করোনার আইসোলেশন ইউনিট!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

আইসোলেশন ইউনিট/ছবি: বার্তা২৪.কম

আইসোলেশন ইউনিট/ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের মাত্র পাঁচটি শয্যা নিয়ে একটি আইসোলেশন ইউনিট (করোনাভাইরাস) প্রস্তুত করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি বিবেচনায় এর শয্যা সংখ্যা বাড়ানো হবে। তবে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসক নার্সদের সুরক্ষা নিশ্চিত করে সেবা প্রদানের বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মো. আব্দুল মতিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে আইসোলেশন ইউনিট তৈরি করা হয়েছে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলায় ২০০ রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব এমন একটি অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের করোনাভাইরাস ইউনিটটি এর আগে ডেঙ্গু ইউনিট হিসেবে ব্যবহৃত হতো।

বিজ্ঞাপন