নরসিংদীর ৭৭ প্রাথমিক বিদ্যালয়ে ‘ছায়া পরশ’
নরসিংদী জেলার ৬টি উপজেলার ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনি ‘ছায়া পরশ’ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিভাবক ছাউনিগুলোর উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোট থাকায় অধিকাংশ শিক্ষার্থীদেরকে তাদের মায়েরা স্কুলে আনা-নেয়া করে থাকেন। অনেক অভিভাবক স্কুলের মাঠে ও আশপাশে রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে কষ্ট করেন। জেলা প্রশাসনের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ৭১টি ইউনিয়ন ৭টি পৌরসভার ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ নামে অভিভাবক ছাউনি নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম জেলার প্রতিটি বিদ্যালয়ে নির্মাণ করা হবে।
এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘পুষ্প কানন’ নামে একটি করে ফুলের বাগান তৈরি করার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।