সবজির আড়ালে মাদক বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ার ভেড়ামারায় সবজি বিক্রির আড়ালে মাদকদ্রব্য বিক্রির অপরাধে হুমায়ুন (৪০) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার ফারাকপুর রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় সবজির ভেতরে রাখা সিগারেটের প্যাকেট থেকে মাদক হিসেবে ব্যবহৃত ট্যাপেন্টা নামক ওষুধ উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ। এ সময় তাকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

দণ্ডপ্রাপ্ত হুমায়ুন উপজেলার ক্ষেমিড়দিয়ার গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

সোহেল মারুফ জানান, সবজি বিক্রির আড়ালে মাদকদ্রব্য বিক্রির অপরাধে হুমায়ুনকে ৯ মাস কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।