টাঙ্গাইলে বে‌শি দা‌মে মাস্ক বি‌ক্রি করায় ব‌্যবসায়ীকে অর্থদণ্ড

  • ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইলে বে‌শি দা‌মে মাস্ক বি‌ক্রি করায় ব‌্যবসায়ীকে অর্থদণ্ড

টাঙ্গাইলে বে‌শি দা‌মে মাস্ক বি‌ক্রি করায় ব‌্যবসায়ীকে অর্থদণ্ড

টাঙ্গাইলে বে‌শি দা‌মে মাস্ক বি‌ক্রি করায় বুলবুল (৫০) নামে এক ব্যবসায়ী‌কে অর্থদণ্ড প্রদান ক‌রে‌ছে ভ্রাম‌্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শহরের মস‌জিদ রোড ও ক্যাপসুল মা‌র্কে‌টে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান, কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম বাড়িয়ে দেওয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। শহ‌রে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে এক মাস্ক ব‌্যবসায়ী‌কে তিন হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। বাজা‌রে মাস্কের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা একই এলাকায় অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন