টাঙ্গাইলে ব্যাংক জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেফতার

  • ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যাংক জালিয়াতি চক্রের দুই সদস্য

ব্যাংক জালিয়াতি চক্রের দুই সদস্য

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখায় ব্যাংক জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক দুইজন হলেন- মাদারীপুরের শামসুর রহমা‌নের ছেলে সোহাগ (৩৩) এবং সৈয়দ আলী ব্যাপারীর ছেলে রোকন ব্যাপারী (২৪)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ব্যাংক জালিয়াতি চক্রের এক সদস্য সোহাগ নামে এক ব্যক্তির ভুয়া আইডি কার্ড ব্যবহার করে কৃষি ব্যাংকের তক্তারচালা শাখায় অ্যাকাউন্ট খোলেন। সোমবার দুপুরে ব্যাংকের স্টাফদের সিল স্বাক্ষর জাল করে এসবিডি ৪৩৮৭২১৩ চেকের মাধ্যমে ৫৮৩৯ অ্যাকাউন্ট থেকে চার লাখ টাকা উত্তোলন করে চলে যান ব্যাংক জালিয়াতি চক্রের ওই সদস্য। মঙ্গলবার এসবিডি ৪৩৮৭২১৪ চেকের মাধ্যমে একই অ্যাকাউন্ট থেকে পুনরায় তিন লাখ টাকা তোলার জন্য চেক নিয়ে ব্যাংকে আসেন তিনি। এ সময় তাকে ও তার এক সহযোগীকে আটক করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে চার লাখ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কৃষি ব্যাংকের তক্তারচালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বলেন, জালিয়াতচক্র কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে তা জানার চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে ব্যাংক স্টাফদের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন, ব্যাংক জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক নাহিদ শেখকে (২৭) গ্রেফতারের চেষ্টা চলছে।