গাজীপুরে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ তিন ইটভাটা
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে দুটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) দিনব্যাপী উপজেলার রাওনাট এলাকায় পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় এসএমবি ব্রিকস ও সিডিবি ব্রিকসকে যথাক্রমে ৫ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে এএমকে ব্রিকস ও জরিমানা আদায় করা দুটি ইটভাটা এস্কেভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতা করেন র্যাব-১, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।