টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার হাতিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায় আল আমিন।

বিজ্ঞাপন

কালিহাতী উপজেলার পালিমা এলাকার ফজলুল হকের ছেলে আল আমিন পালিমা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার পর নিহতের পরিবার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে বলে জানা গেছে।

নিহত আল আমিন ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ভ্যানচালক মিনু হত্যা মামলার আসামি বলে জানিয়েছে কালিহাতী থানা পুলিশ।

বিজ্ঞাপন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, আল আমিন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে বলে শুনেছি। সে ভ্যা নচালক মিনু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিল।

ওসি আরো জানান, আল আমিন হত্যা মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিল। সে কিছুদিন আগে জামিনে বের হয়েছে।