মুজিব বর্ষ: বর্ণিল আলোকসজ্জায় পীরগাছা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

পীরগাছা সেজেছে বর্ণিল আলোকসজ্জায়/ছবি: বার্তা২৪.কম

পীরগাছা সেজেছে বর্ণিল আলোকসজ্জায়/ছবি: বার্তা২৪.কম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণের সঙ্গে মিল রেখে আগামী ১৭ মার্চ রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ‘মুজিব বর্ষের’ আনুষ্ঠানিকতা। আর এই উৎসবকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলা সেজেছে বর্ণিল আলোকসজ্জায়।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সরেজমিনে দেখা ‍গেছে, তোরণ, ব্যানার আর আলোকসজ্জায় বর্ণিল করে গোটা উপজেলাকে নতুন রূপে সাজানো হয়েছে। আলোর সাজে সেজেছে বাজার, সড়ক, বিভিন্ন ভবনও।

বিজ্ঞাপন

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আলোকসজ্জা করা হয়েছে।

পুরো উপজেলায় অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে

সরেজমিনে আরও দেখা গেছে, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কান্দির বাজার, তাম্বুলবাজার আলোকসজ্জাসহ বাজারের মুখে তোরণ নির্মাণ করা হয়েছে। কৈকুড়ি ইউনিয়নের বকশীর দিঘীতে সার্কাস প্যান্ডেলের তোরণ নির্মাণসহ সেটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল বার্তা২৪.কমকে বলেন, ‘বড় পরিসরে মুজিব বর্ষের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা হচ্ছে না। তবে স্বল্প পরিসরে হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ণিল আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করা হয়েছে।’