রাঙামাটিতে অস্ত্রের মুখে ৩ জনকে অপহরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাঙামাটির বাঘাইছড়িতে অস্ত্রের মুখে তিনজনকে অপহরণ করা হয়েছে। স্থানীয় জেএসএস'র সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে অপহৃতদের স্বজন ও পুলিশ।

অপহৃতরা হলেন- উগলছড়ি গ্রামের মৃত থালমনি চাকমার ছেলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক পূর্নকিশোর চাকমা (৬৫), জীবতলী গ্রামের চন্দ্রলাল চাকমার ছেলে সমিরন চাকমা(৩৮), মধ্যোম বাঘাইছড়ি গ্রামের বিপুলেশ্বর চাকমার ছেলে মেরিন চাকমা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস'র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করেন।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এমএ মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অপহরণের বিষয়ে আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। তিনি জানান, গভীর রাতে অস্ত্রের মুখে জেএসএস সন্তু লারমা দলের লোকজন তাদের অপহরণ করেছেন। অপহৃত লোকজন জেএসএস সংস্কার দলের লোকজনের আত্মীয়স্বজন হওয়ায় তাদের অপহরণ করে থাকতে পারে জানিয়ে ওসি বলেছেন, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে জেএসএসের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ ঘটনার জন্য জেএসএস (সন্তু) লারমা দলকে দায়ী করেছে অপহৃত পরিবারের সদস্যরা।