মানিকগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জের হরিরামপুরে দ্রুতগতির এক ট্রাকচাপায় লিটন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকার আফসার প্রামানিকের ছেলে।

বিজ্ঞাপন

হরিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বার্তা২৪.কম’কে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ব্যক্তিগত কাজে সিএনজি’তে করে উপজেলার দিকে যাচ্ছিল লিটন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের সিএনজিকে চাপা দিলে দুর্ঘটনাস্থলে মারা যায় লিটন।

লিটনের মরদহে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই শফিকুল ইসলাম।