হাম-রুবেলার টিকা পাবে ফেনীর ৩ লাখ ৩৮ হাজার শিশু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

দেশে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পালিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ফেনীতে ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী ৩ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন শিশুকে টিকা দেয়া হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, কর্মসূচিতে আগামী ১৮ মার্চ থেকে ২৪ মার্চ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল নিয়মিত টিকাদান কেন্দ্রসমূহে এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

তিনি আরও জানান, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ফেনীর ৬টি উপজেলা ও ফেনী পৌরসভায় ১ হাজার ৩৫৪টি স্কুলে, ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্রে ২ হাজার ৩০৪ জন টিকাদান কর্মী কাজ করবে। এছাড়া ৩ হাজার ৫১০ জন স্বেচ্ছাসেবকও এতে অংশ নেবে।

বিজ্ঞাপন