নাটোরে ৫৩ ভিক্ষুককে কর্মসংস্থান সহায়তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় নাটোরে ৫৩ জন ভিক্ষুকের মাঝে দোকান ঘর, মালামাল, ছাগল এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১০ জন ভিক্ষুককে একটি করে দোকানসহ ২০ হাজার টাকার মালামাল, ৪০ জন ভিক্ষুককে ১টি করে ছাগল, দেড় কেজি ডাল ও ১ কেজি করে সয়াবিন তেল ও ৩ জন ভিক্ষুককে বসত ঘর দেয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে নাটোর সদর উপজেলা চত্বরে ভিক্ষুকদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, আবদুল্লাহ আল সাকিব বাকি প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, এই প্রকল্পের আওতায় ৬১ জন ভিক্ষুককে নির্বাচিত করা হয়। এদের মধ্যে ৫৩ জন উপস্থিত থেকে এই কর্মসংস্থান সহায়তা গ্রহণ করেন।