চাঁপাইনবাবগঞ্জে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে,  ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে, ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে।

শুক্রবার (১৩ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮০ শিশু ভর্তি হয়। এছাড়া শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা পর্যন্ত আরও ২০ জনেরও বেশি শিশু নতুন করে ভর্তি হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াজনিত কারণে নিউমোনিয়া হচ্ছে দাবি করে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল জানান, ঠান্ডার পর গরম আসায় নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এ জন্য রোগীসহ সবাইকেই সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া হাসপাতালে যথেষ্ট ওষুধ মজুদ রয়েছে বলেও জানান তিনি।