সঙ্গরোধ ছেড়ে ঘোরাফেরায় প্রবাসীকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জ জেলার মানচিত্র

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) ছেড়ে লোকালয়ে ঘোরাফেরা করায় এক প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় ওই প্রবাসীকে জরিমানা করেন সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

বিজ্ঞাপন

অর্থদণ্ডপ্রাপ্ত ওই প্রবাসী গত ৬ মার্চ মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে ফেরেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশরাফুল আলম বার্তা২৪.কমকে জানান, বিদেশ থেকে দেশে আসার পর ১৪ দিন সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) থাকার জন্য বলা হচ্ছে প্রবাসীদের। এই বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণাও চালানো হচ্ছে। বিষয়টি অমান্য করে প্রকাশ্যে চলাফেরা করায় ওই প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।