সঞ্চালন লাইন ছিঁড়ে বিদ্যুৎবিহীন পটুয়াখালী
জাতীয় গ্রিড থেকে পটুয়াখালী জেলায় সংযোগ দেয়া বিদ্যুতের সঞ্চালন লাইন ছিঁড়ে যাওয়ায় পটুয়াখালী জেলা শহরসহ অন্তত ৭ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
সোমবার (১৬ মার্চ) দিনগত রাত দশটার দিকে বরিশাল পটুয়াখালী সড়কের পায়রা নদীর লেবুখালী অংশে নদীর এপার-ওপার টাওয়ারের লাইন ছিঁড়ে পুরো পটুয়াখালী জেলা এবং বরগুনা জেলার কয়েকটি উপজেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
পটুয়াখালী বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা জানান, ছিড়ে যাওয়া লাইনটি ঠিক করতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। বিদ্যুৎ লাইন ঠিক করতে ইতিমধ্যে পটুয়াখালী থেকে একটি টিম ঘটনাস্থলে রয়েছেন। এছাড়া বরিশাল থেকেও একটি টিম ঘটনাস্থলে রওনা করেছে।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন জানান, ঠিক কোন সময়ে বিদ্যুৎ পাওয়া যাবে তা সঠিক বলা যাচ্ছে না। এ কারণে জেনারেটরের ব্যবস্থা করে মুজিববর্ষে অনুষ্ঠান শেষ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ দ্রুত সংযোগ পুনঃস্থাপনের জন্য কাজ করছে বলেও জানান এ কর্মকর্তা।