ফুলে ফুলে ছেয়ে গেছে বঙ্গবন্ধুর সমাধি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তার সমাধিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সর্বস্তরের মানুষ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তার সমাধিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সর্বস্তরের মানুষ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ছেয়ে গেছে ফুলে ফুলে।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এদিন সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করার পর বেলা আড়াইটার দিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বঙ্গবন্ধুর সমাধি।

গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, মাদারীপুর, পিরোজপুর, খুলনাসহ দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আসা মুজিবভক্তরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে ছুটে আসেন। সমাধিসৌধের বেদিতে হৃদয় ছোঁয়া ভালোবাসায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। এ সময় বঙ্গবন্ধুর সমাধিসৌধ ফুলে ফুলে ভরে ওঠে।

 

বিজ্ঞাপন