জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, আটক ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, আটক ১, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহে জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, আটক ১, ছবি: বার্তা২৪.কম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন ও প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের দায়ে আবু সালেহ ওরফে শামীম (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ওই যুবক মুজিববর্ষ উদযাপন নিয়ে সরকারের সমালোচনা করে সোমবার দুপুরে বিভিন্ন ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে অনবরত কয়েকটি ভিডিও ফেসবুকে দেয়। বিষয়টি আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ সদস্যদের নজরে এলে আহবায়ক মাহমুদুল হাসান ও যুগ্ম-আহবায়ক শেখ সজল বাদি হয়ে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নগরের গাঙ্গিনারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অভিযুক্ত যুবকের ফেসবুক আইডি থেকে সরকার ও বঙ্গবন্ধুকে কটাক্ষ করার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান ডিবির ওসি।

বিজ্ঞাপন