কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে জরিমানা

  • ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইল জেলার মানচিত্র/ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইল জেলার মানচিত্র/ছবি: বার্তা২৪.কম

হোম কোয়ারেন্টাইন (সঙ্গরোধ) মে‌নে না চলায় টাঙ্গাইলের সখীপুরে বি‌দেশ ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ক‌রেছেন ভ্রাম‌্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রবাসী উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (১৮ মার্চ) প্রবাসী‌কে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‌্যজি‌স্ট্রেট আসমাউল হুসনা লিজা।

বিজ্ঞাপন

জানা যায়, ওই প্রবাসী গত ৭ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফি‌রে আসেন। দেশে ফি‌রেই তিনি জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের একটি টিম ওই বাড়িতে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ব্যর্থ হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ওই প্রবাসী কোনোভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছিলেন না। পরে তাকে জরিমানা করা হয়। সেই সঙ্গে তাকে একটি ঘরে একা থাকার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।

বিজ্ঞাপন