মানিকগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্যামপুরে আঁখি নামে এক কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা মামলায় আসামি শাহাদাৎ হোসেনকে (৩২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন। আঁখির আত্মীয় শাহাদাৎ হোসেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৯ অক্টোবর বিকেল ৫টার দিকে উপজেলার নবিনগরের খালার ভাড়া বাসা থেকে আঁখিকে নিয়ে তার নানা বাড়িতে পৌঁছে দেয়ার কথা ছিল শাহাদাৎ হোসেনের। কিন্তু চকমিরপুরে নানা বাড়িতে না নিয়ে গিয়ে আঁখিকে ধর্ষণ করে শাহাদাৎ। পরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার পরের দিন দুইজনকে না পেয়ে আঁখির মা থানায় মামলা করেন। পুলিশ পরের দিন স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে।

ঘটনার ১০ দিন পর আসামিকে নবীনগর থেকে আটক করে পুলিশ। পুলিশ ২০১৯ সালের ১ জানুয়ারি শাহাদাৎকে আসামি করে আদালতে চার্জশিট দেন। আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন।