নোয়াখালীতে দুই প্রবাসীকে জরিমানা
নোয়াখালীতে বাড়িতে সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) মেনে না চলায় দুই প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে মালদ্বীপ থেকে নোয়াখালী চাটখিল উপজেলার প্রবাসী এলাকার অন্য যুবকদের সঙ্গে মাঠে ফুটবল খেলা থেকে শুরু করে বাজারে যাওয়া অব্যাহত রেখেছিলেন। খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল আলম অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে সৌদি আরব থেকে আগত কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী দেশে আসার পর পারিবারিকভাবে ২০ মার্চ তার বিয়ের দিন ধার্য করা হয়। সে হিসেবে বৃহস্পতিবার রাতে তার গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। হোম কোয়ারেন্টাইন অমান্য ও অনুষ্ঠান করে লোক সমাগম করায় বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ওই প্রবাসীকে বিশ হাজার টাকা অর্থদণ্ড করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা।