গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে পোশাক শ্রমিক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাজার করে ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে কায়েস (২১) নামের এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কায়েস নগরীর কাশিমপুরের লোহাপুর এলাকার সুলতান আহমেদের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সালনা মহাসড়ক থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বার্তা২৪.কম-কে বলেন, সকালে মৌচাক এলাকা থেকে বাজার করে ভগ্নিপতি পারভেজের মোটরসাকেলে করে চন্দ্রায় বোনের বাসায় যাচ্ছিলেন কায়েস। হাতে বাজারের ব্যাগ নিয়ে তিনি পেছনে বসা ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে চন্দ্রাগামী একটি বাস ওভারটেক করার সময় পেছন থেকে অসাবধানতাবশত পড়ে যান কায়েস। তখন ওই বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তার ছোট বোন জামাই পারভেজ অক্ষত রয়েছেন।
তিনি আরও বলেন, বাসটি শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।