নাটোরে স্বামী সঙ্গরোধ অমান্য করায় স্ত্রীকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়/ছবি: বার্তা২৪.কম

অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়/ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাটোরের সিংড়ায় এক প্রবাসী বাড়িতে সঙ্গরোধের (হোম কোয়ারেন্টিন) নির্দেশনা অমান্য করায় ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে প্রবাসী এনামুলকে বাড়িতে পাওয়া যায়নি। বাড়িতে থাকার নির্দেশনা থাকলেও তিনি বাইরে ছিলেন। এজন্য তার স্ত্রীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

দুপুরের পর কলম চানপুর, পারসাইলসহ বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু।

অভিযানকালে বিভিন্ন গ্রামের প্রায় বিশজন বিদেশ ফেরত ব্যক্তিকে সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকীও ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু জানান, এ পর্যন্ত সিংড়া উপজেলায় প্রায় ২’শ ব্যক্তি চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। তাদেরকে সচেতন করতে ১৪ দিন বাড়িতে সঙ্গরোধে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন। তাই বাধ্য হয়েই অভিযান করতে হচ্ছে।