মানিকগঞ্জে বিয়ে বন্ধ, কনের বাবা কারাগারে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে সরকারি নির্দেশনা না মেনে মানিকগঞ্জের সাটুরিয়ায় ধুমধাম করে বিয়ের আয়োজন করায় দায়ে কনের বাবাকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে বিয়ে বন্ধ করে কনের বাবাকে সাতদিনের জেল দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. ফরমান আলী সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বার্তা২৪.কম-কে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে আমরা এরইমধ্যে যেকোনো ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছি। উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছি। এরইমধ্যে দুটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও শুক্রবার ধুমধাম করে উত্তর কাউন্নারা গ্রামের ফরমাল আলীর মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন