করোনা প্রতিরোধে গোপালগঞ্জে নানা উদ্যোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

হাত ধুয়ে অফিসে প্রবেশ করছেন কর্মকর্তারা, ছবি: সংগৃহীত

হাত ধুয়ে অফিসে প্রবেশ করছেন কর্মকর্তারা, ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের অফিসগুলোতে করোনা সংক্রমণ ঠেকাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন অফিসের সামনে সাবান-পানি রাখা হয়েছে। হাত ধুঁয়ে তারপর অফিসে প্রবেশ করতে হচ্ছে।

এদিকে, করোনা আতঙ্কে রাস্তা-ঘাটে মানুষের আনাগোনা কমে গেছে। অফিস-আদালতেও লোকজন কম আসছে। রিকশা চালক ও দিন মজুরদের আয়-রোজগার কমে গেছে। সবার মধ্যেই একটা অজানা আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, বিদেশ থেকে যারা আসছেন তাদের সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) থাকতে বলা হয়েছে।

এদিকে, বিদেশ থেকে দেশে ফেরা অনেক প্রবাসী সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিয়ম না মানায় চার প্রবাসীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন