কেন্দুয়ায় জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
নেত্রকোনার কেন্দুয়ায় গোপন বৈঠক চলাকালে জামায়াতের সেক্রেটারি সাদিকুর রহমান সাদেককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জামায়াত নেতা কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
গ্রেফতার জামায়াত নেতাকে থানায় জিজ্ঞাসাবাদের পর রোববার (২২ মার্চ) বিকালে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এবং জামায়াতের ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে।
রোববার সন্ধ্যায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাতে জামায়াত নেতা সাদিকুর রহমান সাদেক পৌর শহরের শান্তিবাগ এলাকায় তার নিজ বাসায় নেতা-কর্মীদের নিয়ে সরকার বিরোধী ও নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে ওই বাসায় অভিযান পরিচালনা করে জামায়াতের উপজেলা সেক্রেটারি সাদিকুর রহমান সাদেককে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতা-কর্মীরা পালিয়ে যায়। এ সময় ওই বাসা থেকে জামায়াতের প্রকাশিত বিভিন্ন জিহাদি বই উদ্ধার করা হয় বলেও জানান ওসি।