ফরিদপুরের কানাইপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখন্ড গ্রামে পানিতে ডুবে দুই বোন মারা গেছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
রোববার (২২ মার্চ) দুপুরে কানাইপুরের রামখন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী ওই দুই চাচাতো বোন হলো, ওই গ্রামের ভ্যানচালক মো. মুরাদ মোল্লার মেয়ে মনিরা (১১) ও ভ্যান চালক জাকির মোল্লার মেয়ে খাদিজা (৭)। মনিরা পোরদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে এবং খাদিজা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়তো।
রামখন্ড গ্রামের স্থানীয় বাসিন্দা মো. লিয়াকত আলী মোল্লা (৪০) জানান, দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমেছিল মনিরা আর খাদিজা। এক পর্যায়ে দুইবোন গভীর পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, 'খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সার্বিক খোঁজ খবর নিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।'