করোনাভাইরাস: আমেরিকা প্রবাসীকে ৩০ হাজার টাকা জরিমানা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) অমান্য করে নিজের ভবন নির্মাণ কাজ তদারকি করায় এক আমেরিকা প্রবাসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ মার্চ) রাতে পৌর শহরের রহমতগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

বিজ্ঞাপন

জানা গেছে, চলতি সপ্তাহে ওই প্রবাসী দেশে ফেরত আসেন। এ সময় প্রশাসন তাকে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) থাকতে নির্দেশনা দেন। কিন্তু নির্দেশনা অমান্য করে ওই প্রবাসী উপজেলার রহমতগঞ্জ বাজারে নিজ ভবনের নির্মাণ কাজ তদারকির উদ্দেশে ঘর ছেড়ে বাইরে যান। খবর পেয়ে রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই প্রবাসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং পুনরায় সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) থাকার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন