গাজীপুরে ডাকাতের গুলিতে এসআই আহত
গাজীপুরের রাজেন্দ্রপুরে ডাকাতদের সঙ্গে গুলিবিনিময়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন।
তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ মার্চ) রাত ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুইয়া জানান, সাত-আটজনের একদল ডাকাত ভাওয়াল উদ্যানে লোকজনকে জিম্মি করে লুট করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে এসআই জহিরুলের পেটের বাম দিকে গুলি লাগে। ঘটনাস্থল থেকে রাজেন্দ্রপুর এলাকার চিহ্নিত ডাকাত শরীফকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যান।
তিনি আরও বলেন, জিম্মি দশা থেকে চারজনকে মুক্ত করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় লুটে নেওয়া টিভিসহ বিভিন্ন মালপত্র ও ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র।