সমাগম ঘটিয়ে মুজিবনগরে কাপড় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
কম টাকায় কাপড় বিক্রির জন্য গ্রামে গ্রামে মাইকিং করে সমাগম ঘটানোর অপরাধে মেহেরপুরের মুজিবনগরের মাস্টার বস্ত্র বিতান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সমাবেশ পণ্ড করে ক্রেতাদেরকে ঘরে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোহা. উসমান গনি এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেগারগঞ্জ বাজারের মাস্টার বস্ত্র বিতানে বিশেষ মূল্য হ্রাসের ভিত্তিতে কাপড় বিক্রি হবে এমন মাইকিং করা হয়। এতে দোকানে ব্যাপক জনসমাগম ঘটে। সমাগম ঠেকাতে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমাগম ঘটানোর অপরাধে মাস্টার বস্ত্র বিতান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।